রেমিট্যান্সের পালে লেগেছে দক্ষিনা হাওয়া। প্রবাসী আয় দেশে আনতে নানা ছাড় দিচ্ছে সরকার। যার প্রভাবে ইতিবাচক সাড়া মিলেছে। চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশে এসেছে ৮১৩ মিলিয়ন মার্কিন ডলার। প্রতি ডলার ৯৬ টাকা ধরে দেশীয় মুদ্রায় ৭ হাজার ৮০৪ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২৪৩ কোটি ডলার পর্যন্ত হতে পারে।