গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে আপনাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। প্রধানমন্ত্রী আপনি জনগণের কথা শুনুন, আমাদের নিয়ে বসেন।
গতকাল শুক্রবার বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর উ্যদোগে, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ভারত আপনাদের রক্ষা করতে পারবে না। ভারত নিজেই খণ্ড-বিখণ্ড। তাই তাদের দিকে না থাকিয়ে নিজের দিকে তাকান। দ্রব্যমূল্যের দাম কমানো কঠিন কিছু নয়,আগে দুর্নীতি কমান তাহলেই হবে। মেগা প্রজেক্ট না করে আগে জনগণকে বাচাঁন। অনেকেই বলছে পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করতে,আমার প্রশ্ন-তারা কি শেখ হাসিনাকে ডুবাতে চায়?