ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ শ্রাবণ ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

'বিএনপি গণতন্ত্রের জন্য বিষফোঁড়া'



'বিএনপি গণতন্ত্রের জন্য বিষফোঁড়া'

জনগণকে সাবধান ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের জন্য বিষফোঁড়া। এদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিংবা জনগণ নিরাপদ নয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুরের একটি কলেজে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৪ বছর আগে ঢাকা কিংবা পুরো বাংলাদেশ কতটা প্ররিবর্তন তা দৃশ্যমান। যেদিকে দেখা যায় উন্নয়ন আর উন্নয়ন।

তিনি বলেন, বিশ্ব সংকটেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উপর নির্ভর করে। শেখ হাসিনার সরকারের উন্নয়নে খুশি, মন খারাপ শুধু বিএনপির।

একদিনে ১০০ সেতুর উদ্বোধন কেবল শেখ হাসিনা সরকারের দ্বারাই সম্ভব উল্লেখ করে কাদের বলেন, বাংলাদেশের সরকারের সফলতা বঙ্গবন্ধু স্যাটেলাইট, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, রুপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, রামপালের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র।

বর্তমান সরকার বেশি দামে জ্বালানি কিনে ভর্তুকি দিয়ে দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তারেক জিয়া লুটপাট ও সন্ত্রাসের সর্বোচ্চ অবস্থানকারী। লুটপাটের রাজা তারেক, হাওয়া ভবন কে খাওয়া ভবন বানিয়েছে।

কাদের বলেন, শেখ হাসিনার পরিবার সাধারণ জীবনযাপন করেন। নিজের ভাগ্য নয় সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শেখ হাসিনার সরকার।

তিনি বলেন, বিএনপি স্লো-মোশনে পদযাত্রা করছে, শর্ট মাস থেকে লংমার্চে যাচ্ছে, সবই ভুয়া। গণঅভ্যুত্থান কিংবা গণজাগরণ, বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই, গনজোয়ার আসে না।

কাদের বলেন, গণতন্ত্র সম্মেলনে কাকে দিলো বা না দিলো সেটা শেখ হাসিনা সরকারের কোনো মাথাব্যথা নেই। এদেশের গণতন্ত্র ঠিক আছে কিনা সেটা হচ্ছে বর্তমান সরকারের ভাবনা ও ভূমিকা।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য হাজারো তদবির করে ব্যর্থ হচ্ছে বিএনপি। বিদেশিদের সাথে লবিং করেও ব্যার্থ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একের পর এক বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে এসেছেন এবং সরকারের সাথে মতবিনিময় করেছেন, কিন্তু তারা বিএনপির সাথে কোন বৈঠক করেনি। কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচক বৈঠক করেছে আর বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে।

তিনি বলেন, ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখা আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা ছাড়া বিএনপি কোন উপায় নেই।

কাদের বলেন, শেখ হাসিনার সরকার এদেশের নারীদের সম্মানিত করেছেন। নারীদের কর্মক্ষেত্রে ব্যাপকতা দিয়েছে সরকার। মায়েদেরকে সম্মানিত করেছে আওয়ামী লীগ সরকার।

বিএনপি'র আন্দোলন এর খেলা শেষ। আওয়ামী লীগ পালিয়ে যায় না। পালিয়ে যায় তারেক রহমান। আওয়ামী লীগের শেকড় অন্তরে অন্তরে। আওয়ামী লীগ থাকবে, পালিয়েছেন আপনারা, পালাবেনও আপনারা।


   আরও সংবাদ