পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জীববিজ্ঞান, ইসলামী ইতিহাস পরীক্ষা চলাকালে তাদের বহিঃস্কার করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার যুব উন্নয়নের কর্মকর্তা মো. সালেহ উদ্দিন জানান, কেন্দ্রে ব্যাপক অনিয়ম চলছিল। সেখান থেকে বই, বইয়ের পৃষ্ঠা, কাটা কাগজ, নকল ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এ সময় ১৭ পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। স্মার্টফোন রাখার অপরাধে ২ পরীক্ষার্থীকে সাধারণ ক্ষমা করা হয়।