‘এক হাজার টাকার লাল নোট বাতিল ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক’- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদটি ভুয়া। ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোটই অচল করেনি বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
এই খবরকে সম্পূর্ণ ভুয়া অভিহিত করে সিরাজুল ইসলাম বলেন, কোনো ব্যাংক নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে সেটি বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে। কে বা কারা এ ধরনের তথ্য ছড়িয়েছে আমরা জানি না। ‘অপপ্রচারে’ বিভ্রান্ত হবেন না। এ ধরনের গুজবে কেউ কান দেবেন না।
বুধবার বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যবানের লাল ব্যাংক নোটটির লেনদেনের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত। এরপর আর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে। আরও ছড়িয়ে পড়ে, এর পরদিন তথা ৩১ মে থেকে এক হাজার টাকা মূল্যমানের এই লাল নোটটি অচল বলে গণ্য হবে।